জপমালা ও পরিবার বিষয়ক সেমিনার
গত ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার, সাধু ইউজিনের গির্জা, লক্ষণপুর ধর্মপল্লীতে জপমালা ও পরিবার বিষয়ক সেমিনার করা হয়। সেমিনারে আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল “যে পরিবার একত্রে প্রার্থনা করে, সেই পরিবার একত্রে বাস করে”। ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রতিনিধিগণ, ধর্মপল্লী পরিচালনা পরিষদের সদস্যগণ, গ্রামের গির্জা মাস্টার বা প্রার্থনা পরিচালকগণ, এবং যুবক-যুবতীসহ মোট ৯০ জন এই […]