পবিত্র পরিবার ধর্মপল্লী, কলিমনগরে শোর্কান্বিতা মাতা মারীয়ার পর্ব উদযাপন
গত ১৫ই সেপ্টেম্বর মহাসমারহে পবিত্র পরিবারের ধর্মপল্লী, কলিমনগরে শোর্কান্বিতা মাতা মারীয়ার পর্ব পালন করা হয়। পর্ব উপলক্ষ্যে নয় দিন যাবৎ সকালের খ্রিস্টযাগ ও নভেনা প্রার্থনার মাধ্যমে ভক্তজনগনকে অধ্যাত্মিকভাবে প্রস্তুত করানো হয়। পর্বীয় খ্রিস্টযাগে পৌরহিত্য করেন পরম শ্রদ্ধেয় বিশপ জেভার্স রোজারিও, ডিডি, রাজশাহী ধর্মপ্রদেশ। তাঁর সর্হাপিত খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন পবিত্র পরিবারের পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার হেনরী পালমা, […]