অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশীয় সিনোড ২০২২
“স্থানীয় মণ্ডলি গঠনে: মিলন, অংশগ্রহণ ও প্রেরণ” এ মূলসুরকে কেন্দ্র করে বিগত জুন ১৫-১৬, ২০২২ খ্রিস্টাব্দ সময়কালে রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় সিনোড ২০২২ খ্রিস্টাব্দ। উক্ত সিনোডে বিশপ, ফাদার সিস্টার ও খ্রিস্টভক্তসহ ২৩০ জন অংশগ্রহণ করেন। সিনোডে সভাপতিত্ব করেন ধর্মপ্রদেশেদের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও এবং আহবায়কের দায়িত্ব পালন করেন মি. সুক্লেশ জর্জ […]