গত ১০ অক্টোবর যিশুর ভালোবাসায় সিক্ত হয়ে ধর্মপল্লীর উদ্যোগে “এসো খ্রিস্টের সাথে হাটি, জরাজীর্ণতার দেবো মাটি” মূলসুরকে কেন্দ্র করে ভূতাহারা ধর্মপল্লীতে রবিবারে নির্দিষ্ট খ্রিস্টযাগের পরপরই খ্রিস্টপ্রসাদীয় শোভাযাত্রা করা হয়। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আসা প্রথম কম্যুনিয়ন প্রার্থীগণ, খ্রিস্টভক্ত এবং বোর্ডিং-এর ছেলে-মেয়েসহ ২৮০ জন অংশগ্রহণ করেন। প্রার্থনাপূর্ণ হৃদয়ে ভক্তি সহকারে যিশুর গান করতে করতে উপস্থিত খ্রিস্টভক্তগণ খ্রিস্টপ্রসাদের প্রতি তাদের ভক্তি, শ্রদ্ধা নিবেদন করে ধর্মপল্লীর চত্বর প্রদক্ষিণ করেন।

Please follow and like us: