তালপত্র রবিবার ও যুবক-যুবতীদের ধ্যান সভা : গত ১০ই এপ্রিল ২০২২খ্রি: নবাই বটতলা ধর্মপল্লীতে তালপত্র রবিবার এবং যুবক-যুবতীদের ধ্যান সভা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নবাই বটতলা ধর্মপল্লীতে একটি মাত্র খ্রিস্টযাগ উৎস্বর্গ করা হয়। একটি মাত্র খ্রিস্টযাগ হওয়াতে নবাই বটতলা মিশনে খ্রিস্টভক্তগণ সকাল থেকেই আসতে শুরু করেন। তালপত্র রবিবার পালন করার জন্য খ্রিস্টভক্তগণের অংশগ্রহণ ছিল প্রায় ৪০০-৪৫০ জনের মতো। খ্রিস্টযাগে পৌরহিত্য করেন পাল পুরোহিত ফাঃ মাইকেল কোড়াইয়া এবং সহকারী পাল-পুরোহিত ফাদার আরতুরো উপদেশ দেন। গীর্জার পরে শুরু হয় যুবক-যুবতীদের ধ্যান সভা। উক্ত ধ্যান সভায় ৮৬ জন যুবক-যুবতী অংশগ্রহণ করে। ফাদার প্রেমু রোজারিও নির্জন ধ্যানে উপদেশ দেন। তিনি বলেন, সিনোডাল মণ্ডলিতে আমরা যুবক-যুবতী হিসাবে অমাদের অংশগ্রহণ বৃদ্ধি করতে পারি। ফাদার যুবক-যুবতীদের অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সিনোডাল মণ্ডলিতে আমাদের অবদান ও অংশগ্রহণের প্রয়োজনীয়তা বিশেষ ভাবে ব্যাখা দেন। তারপর ছিল যুবক-যুবতীদের পাপস্বীকার এবং পাপস্বীকার করার পর তাদেরকে যিশুর যাতনাভোগ কাহিনী ভিডিও ছবি দেখানো হয়। তারপর দুপুরের প্রীতিভোজের মধ্য দিয়ে যুবক-যুবতীদের ধ্যান সভা সমাপ্ত করা হয়।

মায়েদের ধ্যান সভা : গত ১১ এপ্রিল ২০২২ খ্রি: নবাই বটতলা ধর্মপল্লীতে মায়েদের ধ্যান সভা অনুষ্ঠিত হয়। ধ্যান সভাটি পরিচালনা করেন রেভা: ফাদার আরতুরো স্পেজিয়ালে পিমে। তিনি বলেন, আমরা যেন ত্যাগ স্বীকার করতে পরিবার থেকে শিখি,পাপস্বীকারে যিশু আমাদের পাপের ক্ষমা দান করেন। উপস্থিত মায়েদের সংখ্যা ছিল ৬৯ জন। পবিত্র খ্রিস্টযাগের পূর্বে বিশপ মহোদয় ধর্মপল্লীতে আগমন করেন ও পাপস্বীকার সাক্রামেন্ত শুনতে সহায়তা করেন। তারপর তিনি নবনির্মিত ফাইভারের তৈরী রোজারীমালা স্টেশনগুলি আশীর্বাদ করেন। উক্ত অনুষ্ঠানে এই ধর্মপল্লীর মায়েরা ও কাটেখ্রিস্ট উপস্থিত ছিলেন। তারপর সকাল ১১:৩০ মিনিটে শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও ডি.ডি. মহা খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন। উপদেশে তিনি বলেন, আমাদের প্রত্যেক দিন রোজারীমালা প্রার্থনা করতে হবে এবং পারিবারিক প্রার্থনার উপর গুরুত্ব আরোপ করেন। তারপর যীশুর যাতনা ভোগ ভিডিও ছবি দেখানো হয়। অত:পর দুপুরের প্রীতিভোজের মধ্য দিয়ে ধ্যান সভা সমাপ্ত করা হয়।

বাবাদের ধ্যান সভা : ১৩ এপ্রিল ২০২২ খ্রি: রোজ বুধবার বাবাদের ধ্যান সভা অনুষ্টিত হয়। উক্ত সভাটি আয়োজন করা হয়েছিল বেলডাঙ্গা গীর্জায়। সভাটি পরিচালনা করেন পাল-পুরোহিত ফাদার মাইকেল কোড়াইয়া। তিনি তার উপদেশের মধ্যদিয়ে সিনোডাল মণ্ডলিতে বাবাদের অংশগ্রহণ কেমন হওয়া প্রয়োজন তা উপস্থিত বাবাদের সুন্দরভাবে বুঝিয়েছেন । মিলন ধর্মী মণ্ডলিতে বাবাদের কাজ হ’ল প্রচার ধর্মী মন্ডলী ও শান্তি প্রতিষ্ঠা করা। তারপর বাবাদের পাপস্বীকার সাক্রামেন্ত শুনেন ফাদার মাইকেল কোড়াইয়া । উক্ত অনুষ্ঠানে বাবাদের অংশগ্রহণ ছিল ৩০ জন। শেষে, দুপুরের মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সভা সমাপ্ত করা হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার: ফা: মাইকেল কোড়াইয়া

 

 

 

 

 

Please follow and like us: