গত ২৩ মার্চ ২০২৩, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি বিভাগের সভাপতি ড: তানজিনা ইয়াসমিন, এমএসসি, পিএইসডি, সুরশুনিপাড়া ধর্মপল্লীর আওতাধীন লোভেরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করেন। লোভেরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ আরও তিনটি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের মাঝে ব্যাগ উপহার দেন।
প্রথমেই বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল ও গানের মাধ্যমে অতিথীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার সুরেশ পিউরীফিকেশন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সম্মানিত প্রভাষক ও অন্যান্য অতিথিদের শুভেচ্ছা ও স্বাগতম জানান। সম্মানিত প্রভাষক ড: তানজিনা ইয়াসমিন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,“ আমি অত্যন্ত আনন্দিত যে শিক্ষার্থীদের মাঝে এই ক্ষুদ্র উপহার দিয়ে তাদের পড়াশোনার ক্ষেত্রে সামান্য সহযোগিতা করতে পারছি। আমার খুব আনন্দ লাগে গ্রামের এই স্কুলগুলোর ছেলে-মেয়েদের শিক্ষা উপকরণ দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহ দিতে। আজকে লোভেরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আসতে পেরেও আমি আনন্দিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক মণ্ডলিকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। উল্লেখ্য যে সম্মানিত প্রভাষক ড: তানজিনা ইয়াসমিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় উপাচার্য এর সহধর্মিনী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার সুরেশ তার ধন্যবাদমূলক বক্তব্যে বলেন, ‘ আজকে আমরা অত্যন্ত আনন্দিত ও গবির্ত যে, আমাদের লোভেরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি বিভাগের সভাপতি ড: তানজিনা ইয়াসমিনসহ আরও কয়েকজন প্রভাষক ও অতিথি আমাদের আমাদের মাঝে এসেছেন। আমরা কৃতজ্ঞ যে, তিনি আমাদের বিদ্যালয়সহ আরও তিনটি বিদ্যালয়ের মাধ্যমিক শাখার ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ উপহার দিয়েছেন। আমরা আবারও বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং একই সাথে আবার স্কুলের ছেলে-মেয়েদের দেখতে আমন্ত্রণ জানাই।’ পরিশেষে, অতিথিগণ বিদ্যালয়ের ভবন ও ধর্মপল্লী পরিদর্শন করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন