যাজকদের কাছে চার্চের চতুর্মুখীরূপ প্রত্যাশা
ফাদার সুনীল ডানিয়েল রোজারিও ভূমিকা জনগণের কাছে একজন যাজক কতো জ্ঞানী, কতো বড় ডিগ্রি আছে- শেষ কথা নয়: খ্রিস্টভক্তগণ দেখতে চান একজন যাজক প্রার্থনাশীল, আধ্যাত্মিক, জনগণের বন্ধু, কথাবার্তায় অমায়িক এবং সাক্রামেন্তীয় দায়িত্ব পালনে তার সর্বক্ষণিক উপস্থিতি। জনগণ আজকে বুঝতে শিখেছেন, যাজকগণ দেহ-আত্মার মানুষ এবং মানুষ হিসেবে তার সীমাবদ্ধতা, দুর্বলতা। কিন্তু তাদের যে ঈশ্বর ডেকেছেন, তাঁর […]