সুরশুনিপাড়া জুনিয়র হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সংবাদদাতা: অজয় মুর্মু সুরশুনিপাড়া লোভেরে জুনিয়র হাইস্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিশুমেলা। ১১ ফেব্রুয়ারি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ফাদার প্রদীপ যোসেফ কস্তা, প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও , ফাদার লিপন রোজারিও , ম্যানেজিং কমিটির সদস্য বিপ্লব মুর্মু , প্রদীপ হেমব্রম, সিস্টার লুসি কস্তা, এসসি, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থপিত ছিলেন […]