রাজশাহী ধর্মপ্রদেশের মধ্য ভিকারিয়ার সভা অনুষ্ঠিত
রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও’র অনুপস্থিতিতে চ্যাঞ্চেলর ফাদার প্রেমু রোজারিও মধ্য ভিাকারিয়ার সভায় উপস্থিত প্রত্যেককে পোপ ফ্রান্সিসের আহ্বানে মণ্ডলিতে একত্রে পথ চলতে ও সিনোডাল/একত্রে পথ চলার (Synodal) মণ্ডলি হয়ে ওঠার আহ্বান জানান। রাজশাহী ধর্মপ্রদেশের মুশরইল ধর্মপল্লীতে গত ৯ ডিসেম্বর শুক্রবার মধ্য ভিকারিয়ার প্রত্যেকটি ধর্মপল্লী থেকে ফাদার, সিস্টার, ব্রাদার ও নির্দিষ্ট সংখ্যক খ্রিস্টভক্তের অংশগ্রহণে অর্ধদিবসব্যাপী মধ্য […]