শ্রদ্ধেয় এবং প্রিয় ভাই-বোনেরা রাজশাহী ধর্মপ্রদেশের পক্ষ থেকে বিনীত আহ্বান জানাচ্ছি যে, আমাদের শ্রদ্ধেয় ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু (বনপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত) এখন Ahsania Mission Cancer Hospital -এর ICUতে life support এ গুরুতর ও আশংকাজনক অবস্থায় আছেন। ফাদারের সুস্থতার জন্য এই মুহুর্তে আপনাদের নিকট প্রার্থনার আহ্বান জানাই , যেন পরম করুণাময় ঈশ্বর তার এই অভিষিক্ত যাজককে দ্রুত আরোগ্য করে তুলেন। সেই সাথে বনপাড়া ধর্মপল্লীর প্রতিপালিকা লূর্দে রাণী  মা মারীয়ার কাছেও প্রার্থনা করবেন যেন তিনি তার এই সন্তান ফাদার বিকাশ রিবেরুকে অলৌকিক ক্ষমতার দ্বারা  সুস্থতা দান করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: