সম্মানিত সুধী,

খ্রিস্টীয় শুভেচ্ছা নিবেন। অতি জরুরী ভাবে আপনাদের জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাস/কোভিড-১৯ ব্যাপক ভাবে বেড়ে যাওয়ায় ও সরকারি বিধি নিষেধের কারণে আগামী ২৮ জানুয়ারি, ২০২২ খ্রি:, রোজ শুক্রবার অনুষ্ঠিতব্য ফাদার সুশান্ত খ্রীষ্টফার ডি’কস্তা এর যাজকীয় জীবনের ‘রজত জয়ন্তী’ অনুষ্ঠান আপতত: স্থগিত করা হলো

পরবর্তিতে তারিখ নির্ধারণ করে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এই অনাকাঙ্খিত পরিবর্তনের জন্য আমরা আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি। ঈশ্বর সকলকে করোনা ভাইরাস/কোভিড-১৯ থেকে রক্ষা করুন ও সকলের মঙ্গল সাধন করুন।

ধন্যবাদান্তে-
পরিবারবর্গ এবং ফা: সুশান্ত ডি.কস্তা

Please follow and like us: