নিত্য সাহায্যকারিনী মা মারিয়া ধর্মপল্লী আন্ধারকোঠাতে অনুষ্ঠিত হলো যুবক যুবতীদের তপস্যাকালীন পাপস্বীকার ও নির্জনধ্যান। এতে অংশগ্রহণ করে ৩২ জন যুবক-যুবতী। আরো উপস্থিত ছিলেন , পাল পুরোহিত ফাদার প্রেমু টি রোজারিও, সিস্টার কস্তান্তিনা রায়, এসসি, ডিকন ডেভিড পিটার পালমা।

১৭ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ আন্ধারকোঠা ধর্মপল্লীতে অর্ধদিন ব্যাপী আয়োজন করা হয় যুবক-যুবতীদের তপস্যাকালীন পাপস্বীকার ও নির্জনধ্যান। শুরুতেই প্রার্থনার মাধ্যমে সূচনা হয় এই নির্জনধ্যানের। সেন্ট জেরোজা কনভেন্টের সুপিরিয়র সিস্টার তেরেজা মার্ডি, এসসি প্রার্থনা বিষয় সকলের সাথে সহভাগিতা করেন।

পাপস্বীকার সম্পর্কে বিস্তারিত সহভাগীতা করেন ফাদার হেনরী পালমা। খ্রিস্টযাগে তিনি বলেন, আমরা অনেক সময় কাউকে যাচাই না করে মন্তব্য করি,কিন্তু পরে আমরা নিজেরাই অনুশোচনা করি । এমনটা যেনো না হয় সেজন্য আমাদের আগে থেকেই কাউকে কোনো মন্তব্য করার আগে তার বিষয়ে জানতে হবে ।

দুপুরে পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে শেষ হয় অর্ধদিন ব্যাপী যুবক-যুবতীদের তপস্যাকালীন পাপস্বীকার ও নির্জনধ্যান।

বরেন্দ্রদূত রিপোর্টার : বেনেডিক্ট তুষার বিশ্বাস

Please follow and like us: