সংবাদদাতা: ফাদার মুকুট গ্রেগরী বিশ্বাস
খ্রিস্টভক্ত হিসাবে আমরা প্রত্যেকে আশার তীর্থযাত্রায় অংশগ্রহণ করতে পারি। শুধুমাত্র বাহ্যিকভাবে কোন তীর্থস্থানে উপস্থিত থেকেই যে আমরা তীর্থে অংশগ্রহণ করব তা নয় বরং সে তীর্থস্থানে না গিয়েও আধ্যাত্মিকভাবে এবং মনের বিশ্বাস নিয়ে তীর্থে অংশগ্রহণ করতে পারি। সাধু যোসেফের ধর্মপল্লী, রহনপুরে অনুষ্ঠিত বার্ষিক পালকীয় কর্মশালায় ফাদার বাবলু কোড়াইয়া রাজশাহী ধর্মপ্রদেশীয় আসন্ন পালকীয় কর্মশালার মূলভাবের ওপর আলোচনায় এই কথা বলেন। ২০ জুন অনুষ্ঠিত পালকীয় কর্মশালায় উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুশান্ত ডি’কস্তা, ফাদার উইলিয়াম মুরমু, ফাদার বাবলু কোড়াইয়া, অন্যান্য ফাদার, সিস্টারসহ ৯১জন খ্রিস্টভক্ত।
পালকীয় কর্মশালার দ্বিতীয় অধিবেশনে বর্তমান সময়ে বিবাহের সমস্যা এবং কাথলিক খ্রিস্টভক্ত হিসাবে মাণ্ডলীক ও সামাজিকভাবে করণীয় বিষয়ে আলোচনা করেন ফাদার উইলিয়াম মুরমু। তিনি প্রশ্ন রেখে বলেন, কাথলিক মণ্ডলীতে বর্তমানে বিবাহের যে সমস্যাগুলো হচ্ছে তার জন্য আসলে কারা দায়ী এবং এ সমস্যাগুলো দিনে দিনে কেন আরও প্রকটাকার ধারণ করছে। ফাদার উইলিয়াম বলেন, এ সমস্যার জন্য আমরা খ্রিস্টভক্তরাই দায়ী। বিবাহের যে সমস্যা তা সমাধানের জন্য প্রথমত সামাজিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সামাজিকভাবেই এর সমাধান করতে হবে এবং পরবর্তীতে তা খ্রিস্টিয় ও মাণ্ডলীক আইনানুসারে সংশোধন করাতে হবে।