গত ৭ এপ্রিল, রোজ: রবিবার,২০২৪ খ্রি:, সাধু পৌলের ধর্মপল্লী,কাটাডাঙ্গা, পোঁরশার, অন্তর্গত বলদাহার উপ-ধর্মপল্লীর প্রতিপালক ‘ঐশ করুণা যিশুর’ পর্ব অত্যন্ত ভাব-গাম্ভীর্যপূর্ণভাবে পালন করা হয়।

পর্বীয় খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্যকারী ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, ডি.ডি। এছাড়াও উপস্থিত ছিলেন পালক পুরোহিত শ্রদ্ধেয় ফা: রঞ্জিত কস্তা,ও.এম.আই  এবং সহকারি পাল-পুরোহিত ফা: প্লাবন রোজারিও,ও.এম,আই।

বিশপ মহোদয় তাঁর সহভাগিতায় বলেন, “আমাদের প্রতিদিনকার বিশ্বাসের জীবনে যিশুর করুণা ও আর্শিবাদ লাভ করছি প্রতিনিয়ত; আমরা যেন ঐশ করুণাময় যিশুর উপর পূর্ণ ভরসা রাখি সব সময়।” পর্ব উপলক্ষ্যে আধ্যাত্মিক প্রস্ততি হিসেবে নয়দিন ব্যাপী বিশেষ নভেনা প্রার্থনা করা হয়। উক্ত পর্বে সিস্টারসহ মোট ২০০ জন খ্রিস্টভক্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দুপুরের প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত পর্বীয় অনুষ্ঠান সমাপ্ত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফা: প্লাবন রোজারিও,ও.এম.আই।

Please follow and like us: