“ফসল তো প্রচুর কিন্তু মজুর অল্প, তোমরা বরং ফসলের মালিককে অনুরোধ কর তিনি যেন দ্রাক্ষাক্ষেত্রে কাজ করার লোক পাঠিয়ে দেন।”বর্তমানে মণ্ডলিতে আহ্বান কমে যাচ্ছে কিন্তু কর্মক্ষেত্র বিস্তর। তাই মণ্ডলি প্রতিবছর আহ্বান দিবসের আয়োজন করে থাকে। গত ২১ শে এপ্রিল সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লীতে আহ্বান দিবস উদযাপন করা হয়। আহ্বান দিবস উপলক্ষে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও এবং সহার্পিত খ্রিস্টযাগে অংশ নেন পাল-পুরোহিত ফাদার প্রদীপ কস্তা। উল্লেখ্য এতে প্রায় ১৫০ জন খ্রিস্টভক্ত অংশগ্রহন করেন।

বিশপ মহোদয় তার উপদেশ বাণীতে উল্লেখ করেন বর্তমান মণ্ডলির বিস্তর কর্মক্ষেত্র। কিন্তু কাজের অনুপাতে মণ্ডলিতে তেমন কর্মী নেই। তাই তিনি যুবক- যুবতীদের আহ্বান করেন তারা যেন প্রভুর দ্রাক্ষাক্ষেত্রে কাজ করার জন্য ঈশ্বরের আহ্বানে সাড়া দেন।

খ্রিস্টযাগের পরে ধর্মপল্লীর বেশ কয়েকজন যুবক- যুবতীর অংশগ্রহণে ‘সাধু পলের মন পরিবর্তন ও আহ্বান ‘ বিষয়ের উপর নাটিকা উপস্থাপন করে। যাতে করে অনেকে আহ্বান বিষয়ে স্পষ্ট ধারনা লাভ করে।

পরিশেষে পাল-পুরোহিত ফাদার প্রদীপ যোসেফ কস্তা বিশপ মহোদয়সহ অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বরেন্দ্রদূত রিপোর্টার- জেরম মুর্মু

Please follow and like us: